April 2021

 
ধামগড়ে মানবিক চেয়ারম্যান মাসুম " র উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ


নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধামগড় ইউনিয়নের অসহায় দুস্থ কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের মহামারিতে , আলহাজ্ব মাসুম আহম্মেদ নিজ উদ্যোগে লকডাউনের সময়, অসহায় গরীব দুঃখী কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী পরিবার মাঝে, চাউল,সেমাই চিনি,তেল,,আলু এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে ধামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়, আমৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেখ জামাল উচ্চ বিদ্যালয় থেকে অত্র ইউনিয়নের প্রায় ১ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী হিসেবে পোলাউয়ের চাল, সেমাই, তেল, চিনি ও আলু বিতরণ করা হয়েছে। উক্ত ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখি মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নেত্রীর দিক নির্দেশনা মোতাবেক আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই ক্রান্তিলগ্নে ঈদসামগ্রী বিতরণে মাসুম চেয়ারম্যান যে উদ্যোগে নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নূরে আলম খাঁন, নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হায়দার, ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ মোল্লা, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ৪নং ওয়ার্ড মেম্বার নবীর হোসেন, ধামগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগ নেতা রোমান হোসাইন, জুয়েল ভূঁইয়া, যুবলীগ নেতা মইনুল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মেম্বার, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, গোলজার হোসেন,ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ মোল্লা, মনির হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
মরহুম হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক ঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্ন আওয়ামীলীগের  প্রধান কার্যালয়ে অসহায় দুস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের মহামারিতে মরহুম হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনের সময় অসহায় গরীব দুঃখী কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী পরিবার চেঈাইন,ও কাঁচপুর এলাকার ৩শ'পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,পিয়াচ,আলু এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বায়ক এড.সামসুল ইসলাম ভুঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল।

 বিশেষ বক্তা ছিলেন,সার্বিক ব্যবস্হাপনায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো.মাহবুব খাঁন। সার্বিক তত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো.নুরে আলম খাঁন। এসময় বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.আলী হায়দার,সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.হাসান রাশেদ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম লিটন।

কাঁচপুর শিল্পাঅঞ্চল শ্রমিকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হাসান খান,বারদী ইউনিয়ন আঃলীগের আহ্বায়ক মো.নজরুল ইসলাম,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক,সহিদুজ্জামান সহিন,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.তারেক মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন,  আওয়ামীলীগ নেতা মো.রাজিব হোসাইন,জহিরুল ইসলাম প্রমূখ।


 
সোনারগাঁয়ের বারদীতে নগদ অর্থ পেলো ৯৩০ পরিবারশাহিন সাকিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় দরিদ্র ও দুঃস্থ ৪৩০ পরিবার, করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের উপস্থিতিতে এ নগদ অর্থ বিতরণ করেন বারদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক।

এ প্রসঙ্গে বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক জানান, “পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪৩০ দুঃস্থ ও দরিদ্র পরিবার এবং  করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণের জন্য আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এতে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনা বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। 

 

সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শক বদলিনিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান ও তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহকে বদলি করা হয়েছে। 


গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাদের বদলি করা হয়।


এ বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মোঃ শেখ বিল্লাল হোসেন বলেন,তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়িতে এবং আহসান উল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে বদলি করা হয়েছে। তিনি বলেন জনস্বার্থে নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অন্যত্র পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,তবিদুর রহমানে স্থলে যোগদান করেছেন ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত মো. শফিকুল ইসলাম। 

এছাড়াও তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি (ডিআই-২) তে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন মো. ইকবাল হোসেন। 

 
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার


নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপুরদী এলাকা থেকে ডাকাতি হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার অবস্থিত সান ফেব্রিকস নামে একটি কোম্পানির কাভার্ডভ্যান উদ্ধার হয়।

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের টিপরদি এলাকা থেকে কাভার্ডভ্যানের চালক ও হেলপারের যোগসাজসে ছিনতাই করে নিয়ে যায়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকা (মেট্রো ট-১১-৬২৪৯) রপ্তানিযোগ্য পন্য নিয়ে সিলগালা করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

সান ফেব্রিকসের সিকিউরিটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দু’তিন দিন আগে ঝাউচর গ্রামের সামসুল হক ওরফে আদম সামসুর ছেলে জসিমউদ্দিন বাবু ও ছয়হিস্যা গ্রামের আকতার হোসেনের ছেলে লিটন (২৭) আমাদের পরিত্যক্ত একটি গোডাউন ভাড়া নেয়ার জন্য আসে। এখানে কিছু মালামাল রাখবে বলে জানায়। গত সোমবার রাতে জসিমউদ্দিন বাবু ও লিটন গাড়ি নিয়ে এসে জোরপূর্বক ফ্যাক্টরির ভেতরে ঢুকিয়ে দেয়। বাধা দিলেও কথা শুনেনি। গাড়িটি বালুর মধ্যে আটকে গেলে তারা পালিয়ে যায়। বিষয়টি মালিক পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে গতকাল মঙ্গলবার কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যান।

 সোনারগাঁয়ে আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে মাস্ক বিতরণ


নিউজ ডেস্ক ঃমহামরী করোনা ভাইরাসে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে সোনারগাঁও উপজেলার দেয়া মাস্ক মোগরাপাড়া ইউনিয়নে চৌরাস্তায় এলাকায় মাস্ক বিতরণ করছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন।

বরিবার (২৬ এপ্রিল)  সকালে মোগরাপাড়া ইউনিয়নের  চৌরাস্তা আশ-পাশ এলাকায় স্থানীয় আওয়ামী মটর চালকলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে মাক্স বিতরণ করেন। সেই সাথে মহামারী করোনাভাইরাসে সর্বস্তরের সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে ঘরে থাকতে আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মটর চালকলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো: নবী হোসেন, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনসহ সংগঠনের রাজ্জাক,শাহাবউদ্দিন, রিয়াজুল ইসলাম, মোক্তার, তাজুল, আবুল,দুলাল,গোলাপ,হানিফ,রিপন এবং আওয়ামী মটর চালকলীগের আরো সদস্যবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে সেহেরী নিয়ে হাজির ইউএনও আতিকুল ইসলাম


নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গভীর রাতে দরিদ্র-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেহেরী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ভোরে (২৬ এপ্রিল) রাত তিনটায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড, পানাম নগর ও উদ্ববগঞ্জ এলাকায় এ সাহরি বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ওই এলাকার মার্কেটগুলোর নিরাপত্তা প্রহরী, রাস্তার পাশে অবস্থানরত দুস্থ ও ছিন্নমূল ১২০ জন মানুষের মধ্যে সেহেরীর খাবার প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ।

এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহেরীর খাবার বিতরণ করছি।পুরো রমজান মাস সোনারগাঁ উপজেলা প্রশাসন এ কাজ অব্যাহত রাখবে ইনশাল্লাহ।

এ সময় উপজেলা প্রশাসনের এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।

 
সনমান্দী ইউনিয়নে উন্নয়ন ধারাবাহিকতায় চলমান আর সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।


 শাহিন সাকিঃ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের  মগবাজার আনোয়র এর দোকান হইতে জহির হোসেন  ভিটি পর্যন্ত, এলজি এসপি -৩ প্রকল্পে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ই এপ্রিল ) সকালে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ
মগবাজার আনোয়ার হোসেন দোকান হইতে জহিরের ভিটা পর্যন্ত ৩০০ ফুট আরসিসি ঢালাই রাস্তা এল,জি,এস,পি-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদিন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শাহিনা আক্তার, সনমান্দি ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন,আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মোল্লা,সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন, কাদির হোসেন,মোতালিব, নুরহোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সে সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজ মগবাজার এলাকায় আরসিসি ঢালাই করণ হচ্ছে । সনমান্দী ইউনিয়নে একটি রাস্তাও কাচা থাকবেনা। ধারাবাহিকভাবে প্রতিটি রাস্তা পাকা করা হবে।

তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা।

তিনি আরো বলেন আমার দেহে যত সময় প্রাণ থাকবে এই সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনআল্লাহ্।
প্রতিবেদন

 সোনারগাঁয়ের মোবারক হোসেন স্মৃতি সংসদে উদ্যোগে ১০০ রিক্সা ও অটো চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


নিউজ ডেস্কঃ সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন, মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোড এলাকায়, মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে, ২৪ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন রিক্সা, অটো, সিএনজি ও ভটবটি ১০০ চালকের মাঝে চাল, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর বিতরণে কালে আগত চালকদের মাঝে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোবারক হোসেন পুত্র এফরান হোসেন দীপ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এই সময় এফরান হোসেন দীপ বলেন করোনা লকডাউনে কারনে মানুষ এখন কর্মর্হীন হয়ে পড়ছে নিম্ন ও মধ্যবিক্ত মানুষগুলো সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের মধ্যে রিক্সা ও অটোচালকরা সবচেয়ে বেশী অভাবে ভুগছে তাই আমার সংসদে পক্ষ থেকে তাদের জন্য কিছু একটা করা তাগিদে আমাদের এই উদ্যোগ। আমাদের এই কার্ষক্রম চলমান থাকবে। এই সময় আরো উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিসদের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,সোনারগাঁও ডিগ্রী কলেজে সাবেক ভিপি রফিকুল ইসলাম বাবু, মোগরাপাড়া ইউপি ৪ নং ওয়ার্ডে সদস্য মজিবুর রহমান, ৬ নং ওয়ার্ডে সদস্য হাজী আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ বাবুল, শ্রমিকলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, ছাত্রলীগ নেতা কবির প্রধান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রবিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রেদোয়ান, সোনারগাঁও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিফাত, সোনারগাঁও পৌরসভা সভাপতি সিয়াম, পিরোজপুর ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, ছাত্রলীগ নেতা হাবিব, তপু ও জোবায়ের প্রমুখ।

 
সনমান্দী ইউনিয়নে আর সিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন


শাহিন সাকিঃ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড এর চরলাল গ্রামে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ই এপ্রিল ) সকালে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

সোলেমান হোসেন সুজন এর বাড়ি হইতে সালাউদ্দিনের বাড়ি পর্যন্ত আর সিসি ঢালাই রাস্তা এল,জি,এস,পি-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, সনমান্দী ইউনিয়নের যুবলীগের সভাপতি সোলেমান হোসেন সুজন, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাবুল, ৮ নং ওয়ার্ডের মেম্বার হারুন রশিদ মোল্লা , দলিল লিখক আবু সিদ্দিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সে সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের উন্নয়ন হচ্ছে।

তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা।

তিনি আরো বলেন আমার দেহে যত সময় প্রাণ থাকবে এই সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনআল্লাহ্।

 সোনারগাঁয়ে আটক নেতাদের মুক্তি ও হয়রানি বন্ধে জাপার বিবৃতি


নিউজ ডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হেফাজতের তান্ডবের মামলায় সোনারাগাঁ উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ এবং সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সহসভাপতি ও পৌর কাউন্সিলর ফারুক আহমেদ তপনের মুক্তি দাবি করেছেন।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে জাপার শীর্ষ নেতৃদ্বয় বলেন, গত ৩ এপ্রিল সোনাগাঁয়ের রয়েল রিসোর্টে হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো নেতাকর্মী জড়িত নয়। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে জাতীয় পার্টির জনপ্রিয় দুই নেতাকে আটক করা হয়েছে।

এছাড়া আরো অন্তত ৩৫ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হেফাজতের তান্ডবের মামলায় হয়রানী করা হচ্ছে।

তারা আরো বলেন, মাহে রমজানের পবিত্র মাস এবং মহামারি করোনাকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেনা। প্রতিরাতে পুলিশ জাতীয় পার্টি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে এতে ঐ সকল পরিবারে মারাত্মক ভীতি সৃষ্টি হয়েছে।

যৌথ বিবৃতিতে নিরপরাধ এবং ঐ ঘটনার সাথে জড়িত নয় এমন কোনো ব্যক্তি যেন অযথা গ্রেফতার বা হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃদ্বয়।

 
বন্দরে বিনামূল্যে বয়স্ক নারীদের কুরআন ও নামাজ শিক্ষার সুব্যবস্থা করেন আয়নাল হক ফাউন্ডেশননিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন জাঙ্গাল এলাকায় মরহুম আয়নাল হক ফাউন্ডেশনের নিজেস্ব অর্থায়নে বয়স্ক নারীদের জন্য কুরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম কেন্দ্র চালু করেন আলহাজ্ব আজিজুল হক আজিজ ।

২৫ লক্ষ টাকা ব্যয়ে করে ৪ চর্থ তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম তলা ভবনের কাজ সুসম্পন্ন করা হয়। এখানে বিনামূল্যে বয়সক নারীদের কুরআন ও নামাজ শিক্ষার সুব্যবস্থা করা হয়েছে ।

আয়নালক হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হক আজিজ যার তত্বাবধানে নারীদের কুরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত।
আলহাজ্ব আজিজুল হক আজিজ জানান, আমার পিতা ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক এর জীবদ্দশায় আমি সেই সকল নারীদের কুরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র কথা বলি। তিনি আমার সকল কথা শুনে সম্মত পোষন করেন।
এরপর যখন আমাদের বাড়িতে দ্বিতীয় তলার ছাদ করি তখন এলাকার বেশকিছু মহিলা আমার কাছে আসে। তারা অনুরোধ করেন যে আমাদের বাড়ির কাজ সম্পন্ন হবার আগ পর্যন্ত রমজান মাসের তারাবি পড়ার জন্য আমাদের ছাদে ব্যাবস্থা করি।

তখনো বাড়ির কাজ সম্পন্ন হয়নি এবং সিঁড়িও দেওয়া হয়নি। কিন্তু তারপর ও তাদের কথামত আমি বাঁশের সিঁড়ি বানিয়ে দেই তাদের নামাজ পড়ার জন্য।
তখনও প্রায় এক থেকে দেড়শ লোক হয় যা দেখে আমার মনটা ভরে যায়। বেশ কিছুদিন জুম্মার নামাজের সময় আমি মসজিদে দাঁড়িয়ে সকলের কাছে নারীদের জন্য কুরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক অনুমতি প্রার্থনা করি। সকলেই এক বাক্যে আমাকে অনুমতি দেন। তারপর থেকে মহান আল্লাহপাকের নাম স্মরণ করে দ্রুত কাজ শুরু করি।

সেই থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রথম তলা ও উপরের ছাদ সহ সব বয়সের প্রায় বেশকিছু নারী নামাজ ও কোরআন শিক্ষা গ্রহন করছেন। পাশাপাশি নারীদের ধর্মীয় শিক্ষা গ্রহনের মাধ্যমে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। তাই সকলের নিকট আজিজুল হক আজিজ এর আবেদন যেন দীনি শিক্ষার আলোকে সকলেই অত্র প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন

 এতিমদের নিয়ে ইফতার করলেন ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুমনিউজ ডেস্কঃ: নারায়নগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ড , কাজীপাড়া উলুম কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার করলেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ।

আজ ৭ রমজান মঙ্গলবার কাজীপাড়া উলুম কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার চেয়ারম্যান মাসুম আহম্মেদের উদ্যোগে ইফতারীর আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ছাত্র, এতিম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন।

ইফতারের আগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে দেশবাসী ও বিশ্ববাসীকে মাফ করে দেয়ার জন্য রাব্বুর আলামিনের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

 


সোনারগাঁয়ে নুরে আলম খানে'র উদ্যোগে মাস্ক বিতরণ


শাহিন সাকি ঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর নুরেরবাগ এলাকায় করোনা প্রদুর্ভাবে স্বাস্থ্যবিধি বজায় রাখতে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সাদিপুর গঙ্গাপুর এলাকার নুরেরবাগ মসজিদের মুসল্লিসহ এলাকার জনসাধারণ  ও অটোরিকশা চালকদের মাঝে সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের মহামারি মানুষকে সচেতন করার স্বার্থে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী নুরে আলম খান।

পরে তিনি তার পিতা মরহুম আলহাজ্ব মো.মুসলিম খাঁন প্রতিষ্ঠাতা সোনারগাঁও উপজেলার সাদিপুর গঙ্গাপুর নুরেরবাগ বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজের পরিদর্শন করেন এবং এই জামে মসজিদের ২য় তলার উন্নয়ন কাজ নিয়ে পরামর্শ করেন।

এসময় নুরেরবাগ বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি ও ঈমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে তিনি মসজিদের ২য় তলার কাজসহ নীচতলার অজুখানার সংস্থার কাজ দ্রুত  শেষ করার কথা  বলেন। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বে অদৃশ্য করোনা ভাইরাসের মহামারিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে মাস্ক পরার পরামর্শ দেন।

 
মোগরাপাড়া ইউপি. চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি’র উদ্যোগে মাস্ক বিতরণ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে মাস্ক বিতরণ করছেন।

নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সোহাগ রনি, এর ব্যক্তিগত অর্থায়নে 
মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন।

বুধবারের (১৪এপ্রিল)  বিকালে মোগরাপাড়া ইউনিয়নের  আশ-পাশ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাক্স বিতরণ করেন। সেই সাথে সাধারন জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।   এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। মাক্স বিতরণ কালে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পবিত্র মাহে রমজান ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এমপি খোকা নিউজ ডেস্ক ঃ পবিত্র মাহে রমজান ও নববর্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।


নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এমপি খোকা বলেছেন, দেশ-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ আবাহনের দিন। এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নি স্নানে শুচি হোক ধরা- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আহ্বান করবো নতুন বছরকে। একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।সংযত ও সিয়াম সাধনার মাস রমজান তাই এই রমজান মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।


তিনি আরো বলেন,রমজান মাস হলো বরকতের মাস,কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা,ঈমান ও তাকওয়া অর্জন করা।


আমি মাহে রমজানে উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সকল মুসলমানদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।


তিনি আরো বলেন,করোনাভাইরাসের মহামারির মধ্যেই আমরা এক বছরের অধিক সময় পার করলাম। গত বছর মার্চের প্রথম সপ্তাহের দিকে আমাদের দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। নানা আশঙ্কা আর আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। সেসব মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসের থাবায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয়জন ও আপনজনকে। আমি সকলের রুহের মাগরিফরাত এবং আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।পরিশেষে তিনি বলেন,আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন নিজে নিরাপদ থাকুন অপর কেও নিরাপদ রাখুন।

 পবিত্র মাহে রমজান ও নববর্ষের উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা কালামনিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান ও নববর্ষ উপলক্ষে সোনারগাঁও উপজেলাসহ সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এমপি খোকা বলেছেন, দেশ-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ আবাহনের দিন। এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নি স্নানে শুচি হোক ধরা- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আহ্বান করবো নতুন বছরকে। একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। সংযত ও সিয়াম সাধনার মাস রমজান তাই এই রমজান মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে উপলক্ষে সোনারগাঁও উপজেলাসহ সকল মুসলমানদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের মহামারির মধ্যেই আমরা এক বছরের অধিক সময় পার করলাম। গত বছর মার্চের প্রথম সপ্তাহের দিকে আমাদের দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। নানা আশঙ্কা আর আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। সে সব মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসের থাবায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয়জন ও আপনজনকে। আমি সকলের রূহের মাগরিফরাত এবং আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।পরিশেষে তিনি বলেন, আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন নিজে নিরাপদ থাকুন অপর কেও নিরাপদ রাখুন।

 সোনারগাঁয়ের সর্বস্তরের সবাই কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ,দেওয়ান কামাল


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনারগাঁ উপজেলা সর্বস্তরের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন , নারায়নগঞ্জ জেলা তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি দেওয়ান কামাল।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 ধামগড় ইউনিয়ন বাসীকে কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ,মিরহোসেন


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন সর্বস্তরের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন , যুবলীগ নেতা মিরহোসেন
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 
সবাই কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ,নজরুল ইসলাম বাদশা


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা ধামগড়ের সর্বস্তরের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন , ধামগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, বাবুল হোসেন


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা ধামগড়ের সর্বস্তরের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন , ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি ধামগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল হোসেন।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, মাসুম বিল্লাহ


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনারগাঁ উপজেলা সর্বস্তরের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাচপুর এ্যাপোলো হসপিটাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার" র ব্যবস্থাপনা পরিচালক মাসুম বিল্লাহ ।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, মোশারফ মোল্লা


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ মোল্লা

তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ঘর পুড়ে ছাইসোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরের ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে প্রথম রোযার ইফতারের প্রস্তুতিতে রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার পর বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৩টি ঘরে ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে ৪টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরের মালিক ফরিদ উদ্দিনের ভাতিজা ফয়েজ আহমেদ।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্না ঘরের গ্যাস থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

 
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন’ফয়েজুর রহমান ফয়েজ মোল্লা


নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সকল জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য, ফয়েজুর রহমান ফয়েজ মোল্লা

তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে সোনারগাঁ থানার সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,
আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন
নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।

 মহামারি করোনায় সবাই কে ঘরে থাকার আহব্বান

মাসুম আহম্মেদ


নিউজ ডেস্ক ঃ মহামারী করোনাভাইরাসে সর্বস্তরের সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে ঘরে থাকতে আহব্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ। মাসুম আহম্মেদ জানান মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বে ভাইরাস ছরিয়ে পরে তার সাথে সাথে করোনা ভাইরাস বাংলাদেশে এর প্রভাব পড়ে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। করোনা মহামারীতে শুধু সরকার সহ সমাজের বিত্তবান থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ দেশের এই সংকটময় সময় অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি আরো বলেন, মহামারী করোনা ২য় ডেউ আবারো কঠিন রুপ ধারন করেছে আমরা আতঙ্কিত না হয়ে, সচেতন হই মাস্ক ব্যবহার করি, করোনা ভাইরাস লকডাউনে মানুষ এখন একটা কঠিন সময় পার করছে। আমি ধামগড়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে কাজ করেছি যেমন রাস্তা ঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসা অনুদান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার সাথে কাজ করেছি। মহামারী করোনাকালীন সময় অসহায় হতদরিদ্রদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রহী প্রতিটি ঘরে ঘরে সবার মাঝে বিতরণ করেছি, মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃত ব্যক্তির লাশ দাফন কাফনের জন্য, আমি আমার নিজেস্ব অর্থ্যয়ানে টিম মাসুম আহম্মেদ নামে একটি টিম গঠন করেছি, আমি সব সময় আমার ধামগড় বাসীর মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিয়েছি, এসময় তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন কে বাস্তবায়ন পূরণ করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার ধামগড়ের জনগনকে এক সাথে নিয়ে কাজ করে যাবো , সেই সাথে আবারো মহামারি করোনায় সবাই কে ঘরে থাকার আহব্বান জানাচ্ছি, 

 

নবাগত ওসি’কে শুভেচ্ছা জানালেন সাবেক ছাএলীগ নেতা হাজী সোহাগ রনি
নিউজ ডেস্ক ঃ সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাজী সোহাগ রনিসহ সকল নেতৃবৃন্দরা।                         

সোমবার (১২ এপ্রিল) রাতে থানা ভবনে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা পারভেজ, মেম্বার পদপ্রার্থী সজল, ইয়াছিন আরাফাত, হৃদয় প্রধান, অনিক।

এসময় ওসি বলেন, আমি দীর্ঘদিন ধরে পুলিশের কর্মরত আছি আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সোনারগাঁও থানার সর্ব মানুষের সেবা নিশ্চিত করতে পারি। সঠিকভাবে আইনের সেবা পৌঁছে দিতে পারি।আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।

 
মহামারী করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান মাসুম বিল্লাহ


নিউজ ডেস্ক ঃ মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বে ছরিয়ে পরে তার সাথে করোনা ভাইরাস বাংলাদেশে এর প্রভাব পড়ে তারপর থেকে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে।
মহামারী ২য় ডেউ করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি গণসচেতনতা মেনে চলার জন্য সোনারগাঁ উপজেলা সর্বস্তেরর সবার প্রতি আহব্বান, নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি,
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস, এই ২য় ডেউ করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি ও গণসচেতনতা মেনে সবার প্রতি আহব্বান জানিয়েছেন, কাচপুর এ্যাপোলো হসপিটাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার" র ব্যবস্থাপনা পরিচালক মাসুম বিল্লাহ ।
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ সরকার নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে, এবং দেশের সর্বজায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এ ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি সম্পর্ন করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, হ্যান্ডওয়াশ দিয়ে কিছুক্ষন পর পর হাত দুতো করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে থাকতে হবে, আসুন আমরা সচেতন থাকি, সচেতনতাই আমাদেরকে এ ভাইরাস থেকে মুক্ত করবে’।

 
করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান খন্দকার হাতেম হোসাইন


বন্দর প্রতিনিধি ঃ মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বে ছরিয়ে পরে তার সাথে করোনা ভাইরাস বাংলাদেশে এর প্রভাব পড়ে তারপর থেকে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে।
মহামারী ২য় ডেউ করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি গণসচেতনতা মেনে চলার জন্য বন্দর উপজেলা সর্বস্তেরর সবার প্রতি আহব্বান, নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি,
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস, এই ২য় ডেউ করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি ও গণসচেতনতা মেনে সবার প্রতি আহব্বান জানিয়েছেন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার হাতেম হোসাইন
হাতেম হোসাইন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ সরকার নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে, এবং দেশের সর্বজায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এ ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি সম্পর্ন করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, হ্যান্ডওয়াশ দিয়ে কিছুক্ষন পর পর হাত দুতো করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে থাকতে হবে, আসুন আমরা সচেতন থাকি, সচেতনতাই আমাদেরকে এ ভাইরাস থেকে মুক্ত করবে’।

 মহামারী করোনায় ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান - বাবুল হোসেন

নিউজ ডেস্ক ঃ মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বে ছরিয়ে পরে তার সাথে করোনা ভাইরাস বাংলাদেশে এর প্রভাব পড়ে । মহামারী ২য় ডেউ করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি গণসচেতনতা মেনে চলার জন্য ধামগড় ইউনিয়ন ও ১ নং ওয়ার্ডের সর্বস্তেরর সবার প্রতি আহব্বান, নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি,
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস, এই ২য় ডেউ করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি ও গণসচেতনতা মেনে সবার প্রতি আহব্বান জানিয়েছেন, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি ধামগড় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য, বাবুল হোসেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, হ্যান্ডওয়াশ দিয়ে কিছুক্ষন পর পর হাত দুতো করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে থাকতে হবে, আসুন আমরা সচেতন থাকি, সচেতনতাই আমাদেরকে এ ভাইরাস থেকে মুক্ত করবে’।


 রয়েল রিসোর্ট পরিদর্শন করলো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঃগত ৩ এপ্রিল সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার পর রয়েল রিসোর্ট, আওয়ামীলীগের পার্টি অফিস, যুবলীগ ও ছাত্রলীগের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁও রয়েল রিসোর্ট পরিদর্শনে গেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (১০ই এপ্রিল) বিকেল ৫ টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন নেতারা।
পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ নেতারা রয়েল রিসোর্ট ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা সহ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক সনমান্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউপি আওয়ামী লীওগ নেতা শামসুজ্জামান শামসু, সেবক লীগের সভাপতি আরিফুর রহমান রবিন, কেন্দ্রীয় স্বাধীনতা পরিষদের সাংগঠনিক সম্পাদক করিম আহমেদ, শেখ রাসেল শিশু কিশোর, পরিষদের সভাপতি রাসেল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়।

নিউজ  ডেস্কঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেয়াকৈর এলাকায় অন্যের ভিটি বাড়ির জায়গায় টিন সেট ঘর তোলার অভিযোগ উঠেছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৬ং ওয়ার্ডের পূর্ব পাড়া বেয়াকৈর এলাকার ব্যবসায়ী মো.শফিউল্লাহ মোল্লা’র ক্রয়কৃত ভিটি বাড়ির জায়গায় জোরপূর্বক টিনসেট ঘর নির্মানের অভিযোগ উঠেছে একই এলাকার মো.লিটন’র বিরুদ্ধে।

এলাকা সুএে জানা যায় কাঁচপুর ৬নং ওয়ার্ডের মেম্বারের চাচা ও এলাকার গন্যমান্য ব্যক্তিগনকে বিষয়টি অবহিত করেন ব্যবসায়ী মো.শফিউল্লাহ মোল্লা। পরে এলাকার মেম্বারের চাচা ও মাতাব্বরগন কাগজপত্র দেখে বিষয়টি মিমাংসা করা কথা বলেন এবং ঘর নির্মান করা সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু এলাকার ব্যক্তিবর্গনের কথা তোয়াক্কা না করে ঘর নির্মানের কাজ চলমান রয়েছে।

মো.শফিউল্লাহ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে তালতলা বাজার তদন্ত কেন্দ্রে মো.লিটনসহ তিন জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। তালতলা তদন্ত কেন্দ্রে’র অফিসার ইনচার্জ মো.আহসান উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্তা নেয়া হইবে।

 সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামাত শিবির কর্মী ডিবির হাতে গ্রেফতার


নিউজ ডেস্ক ঃ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করার ঘটনায় তথ্য সংগ্রহ করতে যাওয়ায় চ্যানেল এস টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় মোস্তফা নামের এক জামাত শিবির কর্মীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে জামাত শিবির কর্মী মোস্তফাকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃহাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,চ্যানেল এস টিভির সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলা ঘটনায় ভাটির চর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তফাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করেছে। 

এ মামলায় অন্যান্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 
হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে- মাহাবুবুল আলম হানিফ
নিউজ ডেস্ক ঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। হেফাজত ধর্মের ব্যবসায়ীর দোহাই দিয়ে যারা ভাংঙ্চুর করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা হামলার শিকার হয়েছেন তারা মামলা করুন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আঘাত এসেছে প্রতিঘাত করবোই।
তিনি আরো বলেন, হেফাজত ইসলামের এমন তান্ডব অরাজকতা মেনে নেওয়া যায় না। আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবরুদ্ধ হওয়ার ঘটনায় তার সমর্থকদের তান্ডব ও সহিংসতায় উপজেলা আওয়ামীলীগ অফিস ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থান কেন্দ্রীয় আওয়ামীগীগের প্রতিনিধি দল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস। কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা বিভাগীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ কায়সার হাসনাত,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ স্থানীয় নেতাকর্মীরা।

 

সোনারগাঁ থানার নতুন ওসি হাফিজুর রহমানের যোগদান


নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান ।

মঙ্গলবার(৬ই এপ্রিল) সকালে তিনি যোগদান করেন, তিনি এর আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গতঃ সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে গত ৪ এপ্রিল সোনারগাঁ থানা থেকে বদলি করে নেওয়া হয়েছে। 

 
সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-১


নিউজ ডেস্ক ঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া আফিয়া সিএনজি পাম্পের পাশে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত(১৬) বছরের এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

শনিবার (৩রা এপ্রিল) বিকেল ৫টার সময় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ী ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো পর্যন্ত নিহত কিশোরের পরিচয় জানা যায়নি

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget